Durgapur Utsav - 2023

ধ্বনিময় রঙে বিকাশিত দুর্গাপুরের উৎসব,
সকলের হৃদয়ে জাগে উল্লাসের সুর।
স্বপ্নের স্থানে আসে একসাথে সকলে,
এ মিলনে বাজায় উৎসবের মধুর সুর।
প্রেমের রংময় পালে বিশ্বাসের নাট্যশালা,
দুর্গাপুরে উদ্যানে ফুলের বন্দনা।
মেলাতে আসে সবাই হৃদয়ে ভালোবাসা নিয়ে,
উৎসবে প্রকাশ পায় সকলের অমৃত বাণী।
সংগীতের সুরে মিশে যাবে বিবেকের বন্ধন,
দুর্গাপুর উৎসবে হবে মানুষের হৃদয়ের বন্ধন
হৃদয়ে সবার প্রিয় মেলে সকলের প্রেম,
উৎসবে সৃষ্টি পায় আনন্দের সীমা অসীম।
সুস্থিরতা ও সমৃদ্ধ দুর্গাপুর উৎসব,
সম্প্রতি ও ভবিষ্যতের সম্মানিত সূচনা।
আলোর উৎসব, সুরের প্রতিধ্বনি,
সকলের মিলে উল্লাসের ছন্দ।
সমাগমে সমর্পনে, মিশে জনগণের আশা,
দুর্গাপুরে উৎসবে সমৃদ্ধির ভালোবাসা।
আসুন সবাই মিলে সমৃদ্ধ করি সমাজ,
দুর্গাপুর উৎসবে উপস্থিতি করি সকলের সাজ।
সকলকে জানাই সাদর আমন্ত্রণ🙏🙏

Venue Direction:

Scroll to Top